| |
               

মূল পাতা ইসলাম ১১তম রমযান | রহমত নিউজ ‘রমযান প্রতিদিন’


১১তম রমযান | রহমত নিউজ ‘রমযান প্রতিদিন’


রহমত নিউজ ডেস্ক     03 April, 2023     04:45 PM    


জেনে রাখা ভালো-
আজ রমযানের ১১তম দিন। রহমত পেরিয়ে মাগফিরাত শুরু।

করবো-
অঙ্গীকার পূরণ

ছাড়বো-
মিথ্যা কসমের মাধ্যমে পণ্য বিক্রয় করা

মাসআলা-
কুলি করার পর পানির অবশিষ্ট আর্দ্রতা থুথুর সঙ্গে গিলে ফেললে রোজার কোনো ক্ষতি হবে না। ফতোয়ায়ে হিন্দিয়া : ১/২০৩

ভুল ধারণা-
সাহরি না খেলে রোজা হয় না, এটা ভুল ধারণা। সাহরি খাওয়া সুন্নত। সাহরি না খেতে পারলেও রোজা হবে।

আমল-
পবিত্র কুরআনুল কারীমের ১১ম পারা তেলাওয়াত। (প্রতি নামাজের আগে ও পরে ২ পৃষ্ঠা করে পড়লে সহজেই এক পারা হয়ে যাবে)

সুসংবাদ-
এই মাস মুমিনের অতীতের গুনাহ সমূহকে মুছে দেয়। রাসুল সা. বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াব অর্জনের নিয়তে রমজানের সিয়াম পালন করবে তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করা হবে। (বোখারী ও মুসলিম)

উপকারিতা-
লম্বা সময় খাবার থেকে বিরত থাকার কারণে পরিপাকতন্ত্র বিশ্রাম পায়, লিভার থেকে এনজাইম নিঃসরণ হয় যেগুলো শরীরের চর্বি এবং কোলেস্টেরলকে ভেঙ্গে বাইল এসিডে রুপান্তরিত করে যেটা কিনা পরিশেষে হজমশক্তি বৃদ্ধি করে।

ইফতারপূর্ব দুআ-
ইয়া ওয়াসিয়াল ফাযলি ইগফিরলি।